রিয়ালে যোগ দিলেন আর্নল্ড

3 months ago 14
আগামীকাল (৩১ মে) রাত পোহালেই রিয়াল মাদ্রিদের হয়ে যাবেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। বিবিসি জানিয়েছে, এ ডিফেন্ডারকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ছেড়ে দিতে ১০ মিলিয়ন ইউরো গ্রহণে সম্মত হয়েছে লিভারপুল। ফলে ১ জুন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হবেন ২৬ বছর বয়সী রাইটব্যাক। রিয়াল মাদ্রিদও বিষয়টি নিশ্চিত করেছে। এ পদক্ষেপের অর্থ হলো ইংল্যান্ডের ফুটবলার ক্লাব বিশ্বকাপে খেলার জন্য নির্ধারিত সময়ে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছেন। আগেই নিশ্চিত ছিল আলেকজান্ডার-আর্নল্ড এ গ্রীষ্মে লিভারপুল ছাড়বেন। এটাও নিশ্চিত ছিল যে, তিনি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন। সময়ের সেরা রাইটব্যাক ছয় বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। ২৬ বছর বয়সী এ ফুটবলারের লিভারপুলের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া কথা ছিল ৩০ জুন। চুক্তি শেষ হওয়ার পর বিনামূল্যে লিভারপুল ছাড়তে পারতেন আর্নল্ড। কিন্তু তাতে রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলার সুযোগ ছিল না। এ কারণে চুক্তি শেষ হওয়ার এক মাস আগে এ খেলোয়াড়ের জন্য ১০ মিলিয়ন ইউরো গুনতে হলো রিয়ালকে। টাকায় অঙ্কটা দাঁড়াচ্ছে ১৩৭ কোটি! ফিফা এ গ্রীষ্মের ১-১০ জুন পর্যন্ত একটি অতিরিক্ত উইন্ডো অনুমোদন করেছে, যা দলগুলোকে ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের জন্য নতুন খেলোয়াড়দের নিবন্ধন করার অনুমতি দেবে। সে উইন্ডোতে লিভারপুলের রাইটব্যাককে দলে যুক্ত করছে রিয়াল মাদ্রিদ। আর্নল্ড ছয় বছর বয়সে নিজ শহরের ক্লাবে যোগ দেওয়ার পর থেকে লিভারপুলের সঙ্গে ছিলেন। তিনি রেডসদের হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ এবং লিগ কাপ জিতেছেন।
Read Entire Article