রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আইপিই ক্লাব আয়োজিত স্টেম বিভাগের (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনারে অংশ নেবেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। এছাড়া অন্যান্য ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরাও এতে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ‘ফায়ারসাইড চ্যাট: স্টেম-এ ভবিষ্যত নেতাদের জন্য অনুপ্রেরণামূলক আলোচনা’শীর্ষক সেমিনারে অংশ নিতে তারা রাজশাহী আসবেন। সেমিনারটি রুয়েটের অডিটোরিয়ামে সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
সেমিনারে রাজশাহীর যে কোনো স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ও গণিত) ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী বিনামূল্যে রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন। এদিন উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিজনেস কেইস প্রতিযোগিতা ‘ক্র্যাকারজ্যাক ২.০’এর উদ্বোধন হবে।
আয়োজকরা জানান, এ আয়োজন স্টেম শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার এবং নেটওয়ার্কিংয়ের নতুন দিক উন্মোচন করবে। এতে পাবলিক, প্রাইভেট ও গ্লোবাল সেক্টরে স্টেম ক্যারিয়ার, দক্ষতা অর্জন এবং নেটওয়ার্কিং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বক্তারা চতুর্থ শিল্প বিপ্লব কীভাবে বাংলাদেশের স্টেম গ্র্যাজুয়েটদের ক্যারিয়ারে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে এবং নতুন প্রযুক্তি কিভাবে স্টেম পেশাজীবীদের জন্য নতুন সুযোগ তৈরি করছে, তা নিয়ে আলোচনা করবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, আইসিটি উপদেষ্টার পলিসি উপদেষ্টা ও বিশিষ্ট লেখক ফয়েজ আহমদ তাইয়েব, এইচ অ্যান্ড এম থেকে শারমিন আখতার দিবা, লিন্ডে বাংলাদেশ থেকে উম্মে আফতাহাউনে মোহনা, এস্পায়ার টু ইনোভেট থেকে মো. আফজাল হোসেন সরোয়ার ও আবদুল্লাহ আল ফাহিম এবং লাইটক্যাস্টল পার্টনার্স থেকে বিজন ইসলাম উপস্থিত থাকবেন।
নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত শী-স্টেম প্রকল্পের আওতায় অনুষ্ঠানটি টেন মিনিট স্কুল, ডেভলার্ন, লাইটক্যাস্টল পার্টনার্স এবং পলিসি একচেন্জ বাস্তবায়ন করছে। ইভেন্টের প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ ২৪.কম। এছাড়া সিনেমাটোগ্রাফি পার্টনার হিসেবে যুক্ত থাকবে নোটবুক।
মনির হোসেন মাহিন/এএইচ/জেআইএম