রূপকথার গল্প লিখে ক্লাব বিশ্বকাপের সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স

2 months ago 7

ফিফা ক্লাব বিশ্বকাপে রূপকথার গল্প লিখিয়েই যাচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। যেখানে অর্থনৈতিকভাবে দুর্বল দলটির নকআউট পর্বে ওঠা নিয়েই ছিল শঙ্কা আর অনিশ্চয়তা, সেই ক্লাব এখন ক্লাব বিশ্বকাপে সেমিফাইনালে!

গতকাল শুক্রবার অবিশ্বাস্য লড়াইয়ে সৌদি আরবের আল হিলালকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স। দুই দলের এটি ছিল প্রথম মুখোমুখি লড়াই।

ম্যাচের প্রথম গোল আসে ৪০ মিনিটে। আল হিলালের পর্তুগিজ তারকা হুয়াও কানসেলো বল ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন। সেই সুযোগে গ্যাব্রিয়েল ফুয়েন্তেস বল বাড়িয়ে দেন মার্তিনেলিকে, যিনি বাঁ পায়ের নিখুঁত শটে বল জড়িয়ে দেন পোস্টের ওপরের ডান কোনায়। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্লুমিনেন্স

এমএইচ/এমএস

Read Entire Article