রূপগঞ্জে তেলের গোডাউনে আগুন

3 hours ago 4

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলভর্তি ড্রাম রাখার গোডাউনে আগুন লেগেছে। এতে গোডাউনে রাখা পেট্রোল, ডিজেল, অকটেন এবং মবিলভর্তি অর্ধশতাধিক ড্রাম পুড়ে গেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার গন্ধর্বপুর নুরুল হক মার্কেট এলাকায় আনিসের তেলের গোডাউনে এ আগুন লাগে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী আনিস দীর্ঘদিন ধরে উপজেলার গন্ধর্বপুর নুরুল হক মার্কেট এলাকায় একটি দোকানে পেট্রোল, কেরোসিন, মবিল, ব্যাটারি ও ডিজেলের ব্যবসা করে আসছেন। রোববার সন্ধ্যায় হঠাৎ দোকানের পিছনদিকে তেলের গোডাউনে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এ সময় বাড়ির লোকজন দৌড়ে বাইরে চলে আসেন। আগুনের তীব্রতা বেড়ে তেলের ২০-২৫টি ড্রাম বিস্ফোরিত হয়। এ সময় আগুন ছড়িয়ে দুই তলার একটি বাসারও আংশিক পুড়ে গেছে।

কাঞ্চন নদী ফায়ার সার্ভিস ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে গোডাউনের তেল ও মবিলভর্তি ড্রাম পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Read Entire Article