রূপপুর প্রকল্পের দোভাষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

2 months ago 35

পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আকমল হোসেন (৫২) নামের এক দোভাষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টায় শহরের দড়িনারিচা থানাপাড়ার আবদুল্লাহ আল মামুনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আকমল হোসেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বথ পালিগাঁও গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের দোভাষী হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আকমল হোসেনের তৃতীয় স্ত্রী শবনম মুশতারী স্বর্ণাকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। তিনি তিনমাস আগে পরিবারের অমতে আকমল হোসেনকে বিয়ে করেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

শেখ মহসীন/এসআর/এএসএম

Read Entire Article