বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় রেকর্ড ৩১তম বার আরোহণ করলেন বিখ্যাত শেরপা পর্বতারোহী কামি রিতা। এর মধ্য দিয়ে নিজেরই গড়া সর্বোচ্চ বার এভারেস্ট জয়ের রেকর্ড তিনি আবারও ভাঙলেন।
নেপালের কাঠমান্ডুভিত্তিক সংস্থা সেভেন সামিটস ট্রেকস-এর মিংমা শেরপা জানিয়েছেন, মঙ্গলবার (২৭ মে) খুব ভোরে কামি রিতা তার দলের কয়েকজন পর্বতারোহীকে নিয়ে চূড়ায় পৌঁছান। এ সময় তিনি সুস্থ ছিলেন এবং বর্তমানে অন্যদের সঙ্গে বেস ক্যাম্পের দিকে নামছেন।
আরও পড়ুন>>
- বিশ্বরেকর্ড গড়ে শাকিলের এভারেস্ট জয়
- এভারেস্টের চূড়া ছুঁয়েছেন যেসব বাংলাদেশি
- এভারেস্ট জয় করতে কত সময় লাগে, আর খরচই বা কত?
৫৫ বছর বয়সী কামি রিতা ১৯৯৪ সালে প্রথমবার এভারেস্টে আরোহণ করেন। এরপর থেকে প্রায় প্রতি বছরই তিনি এই পর্বত জয়ের অভিযান চালিয়ে আসছেন। গত বছর তিনি দু’বার সফলভাবে এভারেস্ট জয় করেন।
চলতি মৌসুমে এভারেস্টের দক্ষিণাংশ অর্থাৎ নেপাল অংশ থেকে শত শত পর্বতারোহী চূড়ায় ওঠার চেষ্টা করেছেন। এপ্রিল ও মে মাসে আবহাওয়া অপেক্ষাকৃত অনুকূল থাকার কারণে মূলত এই সময়টিতেই হিমালয়ের শৃঙ্গগুলো জয়ের চেষ্টা হয়। তবে কয়েকদিন আগের এক অভিযানে খারাপ আবহাওয়ার কারণে কামি রিতাকে ফিরে আসতে হয়েছিল।
কামি রিতার বাবা ছিলেন প্রথমদিককার শেরপা গাইডদের একজন। এভারেস্ট ছাড়াও তিনি পৃথিবীর অন্যান্য উচ্চতম শৃঙ্গ যেমন কে-টু, চো ওইউ, মানাসলু ও লোৎসেও জয় করেছেন।
মাউন্ট এভারেস্ট জয়ের সংখ্যায় তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন আরেক শেরপা গাইড পাসাং দাওয়া, যিনি এখন পর্যন্ত ২৯ বার চূড়ায় পৌঁছেছেন।
উল্লেখ্য, মাউন্ট এভারেস্ট প্রথম জয় করেন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি ও নেপালি শেরপা তেনজিং নোরগে, ১৯৫৩ সালে।
সূত্র: এপি, ইউএনবি
কেএএ/