রেকর্ডের দ্বারপ্রান্তে তাসকিন-লিটন

2 hours ago 3

চলমান এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে ভিন্ন দুই মাইলফলকের সামনে দাঁড়িয়ে টাইগার পেসার তাসকিন আহমেদ ও লিটন দাস। 

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে পেসার তাসকিন। আর মাত্র ৪ উইকেট শিকার করলেই ১০০ উইকেট পূর্ণ হবে তার। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত কিছু করে দেখাতে পারলে এদিনই এই মাইলফলক স্পর্শ করা হবে তাসকিনের। 

বাংলাদেশের হয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ করেছেন স্পিনার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। 

এদিকে রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে লিটন দাসও। শ্রীলঙ্কার বিপক্ষে ৫৬ রান করলে তিনি সাকিব আল হাসানকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন।

এই মুহূর্তে শীর্ষে থাকা সাকিব আল হাসান ২ হাজার ৫৫১ রান করেছেন, আর লিটনের রান এখন ২ হাজার ৪৯৬। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৫৬ রান করলে এই রেকর্ডও লিটনের দখলে যাবে। 

Read Entire Article