রেফারিরা সব সময় আমাদের বিপক্ষে: ভিনিসিয়ুস

3 months ago 36

প্যারাগুয়েকে রীতিমতো উড়িয়ে দিয়ে এবারের কোপা আমেরিকায় নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল। ৪-১ ব্যবধানের জয়ের ম্যাচে জোড়া গোল করে বড় ভূমিকা রাখেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ জয়ের পর রেফারি ও কনমেবলকে ধুয়ে দিলেন এই ফুটবলার।

ম্যাচ শেষে ভিনিসিয়ুসের কাছে প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ড্রয়ের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘কোপা আমেরিকায় খেলাটা সবসময়েই কঠিন। কারণ, এখানের মাঠ এবং এখানের রেফারি যেভাবে সিদ্ধান্ত দেন, মনে হয় তারা আমাদের বিপক্ষে খেলছেন। কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। যদি আমরা টুর্নামেন্ট জিতেও কথা বলি, তখন কনমেবল বলবে আপনারা বেশি কথা বলছেন।’

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে দল পেনাল্টি পেলেও সেটি নেননি ভিনি। পাকেতা সেখান থেকে গোল করেন। ব্রাজিলের হয়ে আরেকটি গোল করেন তরুণ সাভিনহো।

ভিনিসিয়াস জুনিয়র আরো বলেন, ‘আমি সবসময়েই বলি, আমি নিজের জন্য খেলি না; দলের জন্য খেলি এবং দেশের জন্য খেলি। আমি সবসময় নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি যা সবসময় সম্ভব হয় না। আমার লেভেল অনুযায়ী, আজকে আমি দারুণ ম্যাচ খেলেছি। আমি জানি আরও উন্নতির জায়গা আছে।’

বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

আরআর/এমএইচ/

Read Entire Article