রেফারেল হাসপাতালের যন্ত্রপাতি আমদানিতে খরচ বাড়তে পারে

3 months ago 57

রেফারেল বা ব্যয়বহুল হাসপাতালের দুই শতাধিক মেডিকেল যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানির ওপর শুল্ক বাড়াতে যাচ্ছে সরকার। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে এ বিষয়ে ঘোষণা থাকছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ খাতে ১০ শতাংশ শুল্কারোপ করা হতে পারে, যা বর্তমানে রয়েছে ১ শতাংশ। তবে এখনো অন্য শুল্ক ও মূসক ছাড় সুবিধা ভোগ করছে এ হাসপাতালগুলো।

৫ শতাংশ অসহায় রোগীর বিনামূল্যে চিকিৎসা দেওয়ার শর্তে দেশের বড় বড় বেসরকারি হাসপাতালগুলো রেফারেল হাসপাতালের আওতায় বিভিন্ন রকমের ছাড় পেয়ে আসছে। তবে বেশিরভাগ হাসপাতালই এই শর্ত পূরণ না করায় ২০১৬-১৭ অর্থবছরে এর ওপর কেবল ১ শতাংশ শুল্কারোপ করা হয়েছিল।

এএএম/এমআইএইচএস/এএসএম

Read Entire Article