রেল লাইনের ওপর সেতু ধসে ৭ জন নিহত, আহত ৩০

5 months ago 108

ইউক্রেন সীমান্তসংলগ্ন রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি সেতু ধসে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে সাতজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের।

মস্কো রেলওয়ে কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘পরিবহন পরিচালনায় অবৈধ হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, সেতুর একটি স্প্যান ধসে পড়ায় ক্লিমোভো থেকে মস্কোগামী ট্রেনটি দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ১০টা ৪৪ মিনিটে, ব্রায়ানস্ক অঞ্চলের পিলশিনো ও ভাইগোনিচি স্টেশনের মধ্যবর্তী স্থানে। ইউক্রেন সীমান্ত থেকে এটি প্রায় ১০০ কিলোমিটার দূরে।

ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার ফলে রেল চলাচলে বড় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রাশিয়ার অনলাইন মাধ্যমে প্রকাশিত ছবিতে সেতুর ধসে পড়া অংশ ও ক্ষতিগ্রস্ত ট্রেন দেখা গেছে।

Read Entire Article