রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

1 month ago 20

বাংলাদেশ রেলওয়ের জমিতে থাকা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে নির্মিত সব স্থাপনা, অবকাঠামো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রেল মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আলী আকবরের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে সব অবৈধ স্থাপনা অপসারণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের পরে বাংলাদেশ রেলওয়ের ভূমি অবৈধ দখলমুক্ত করতে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

রেলওয়ের সম্পত্তি রক্ষায় সবাইকে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এনএস/কেএসআর/জেআইএম

Read Entire Article