রেললাইন ভাঙা, একঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

4 weeks ago 10

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন ভেঙে যাওয়ায় ঘটনা ঘটেছে। এতে গফরগাঁও স্টেশনে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ও ধলা স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে প্রায় একঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

গফরগাঁও স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধলা রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দূরবর্তী স্থানে রেললাইনের জোড়া বেঁকে ভেঙে যায়। এতে গফরগাঁও- আওলীয়ানগর রেলপথ বন্ধ হয়ে যায় এবং গফরগাঁও স্টেশনে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ও ধলা স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট লোকজন গিয়ে ভাঙা লাইনটি মেরামত করেন। এতে প্রায় একঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এএইচ/এমএস

Read Entire Article