রেলের টিকিট কালোবাজারিতে আরএনবি জড়িত : দুদক

2 months ago 7

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিতে টিকিট বুকিং সহকারী ও স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। শিগগিরই এর পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক কর্মকর্তা সুবেল আহমেদ।

মঙ্গলবার (২৮ মে) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দুদকের পরিচালিত অভিযানে যাত্রীসেবা ও টিকিট ব্যবস্থাপনায় নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় সংস্থাটি।

দুদক সূত্রে জানা গেছে, সংস্থাটির সদস্যরা ছদ্মবেশে টিকিট সংগ্রহের চেষ্টা করে। এতে দেখা যায়, টিকিট পেতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। টিকিট বুকিং সহকারীরা স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের সঙ্গে যোগসাজশ করে টিকিট কালোবাজারিতে জড়িত। অভিযানে এ চক্রের কার্যকলাপের সরাসরি প্রমাণ সংগ্রহ করে দুদক টিম।

এ ছাড়াও, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের বগিগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়। সেখানে দেখা যায়, টিকিট ছাড়াই যাত্রীদের বগিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তাও অতিরিক্ত অর্থের বিনিময়ে। এ অনিয়মে জড়িত রেলওয়ে কর্মীদের চিহ্নিত করার কাজ চলছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, অভিযানে সংগৃহীত তথ্য ও প্রমাণাদি পর্যালোচনা করে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। এরপর আইনি ব্যবস্থা।

Read Entire Article