রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেলে রেস করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় রাকিব ও ইয়াছিন নামের দুই তরুণ নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জলই-টেলকি মাঝামাঝি বিমান ঘাঁটি সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব (২৬) ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দক্ষিণ চর এলাকার তসলিম উদ্দিনের ছেলে এবং ইয়াছিন (৩২) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পশ্চিমপাড়া এলাকার মোখলেছুর রহমানের মুকুলের ছেলে।  নিহতদের বন্ধু মাহফুজ বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেল নিয়ে রসুলপুর বানারপাড় এলাকায় ঘুরতে গিয়েছিলাম। পরে মোটরসাইকেলে মধুপুরের দিকে ফেরার পথে জলই পৌঁছানোর পর হঠাৎ রাকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। কিছু বুঝে ওঠার আগেই রাস্তার পাশে থাকা পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। মুহূর্তেই সব শেষ হয়ে যায়। অন্য বন্ধু মোমিনুর বলেন, আমরা সামনে ছিলাম। পেছেনে ওদের মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার শব্দ শোনামাত্রই আমরা ছুটে আসি। দৌড়ে গিয়ে দেখি দুজনই নিস্তেজ হয়ে পড়ে আছে। কোনোভাবেই মানতে পারছি না। অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল বলেন, নিহতদের মরদেহ

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেলে রেস করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় রাকিব ও ইয়াছিন নামের দুই তরুণ নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জলই-টেলকি মাঝামাঝি বিমান ঘাঁটি সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব (২৬) ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দক্ষিণ চর এলাকার তসলিম উদ্দিনের ছেলে এবং ইয়াছিন (৩২) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পশ্চিমপাড়া এলাকার মোখলেছুর রহমানের মুকুলের ছেলে। 

নিহতদের বন্ধু মাহফুজ বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেল নিয়ে রসুলপুর বানারপাড় এলাকায় ঘুরতে গিয়েছিলাম। পরে মোটরসাইকেলে মধুপুরের দিকে ফেরার পথে জলই পৌঁছানোর পর হঠাৎ রাকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। কিছু বুঝে ওঠার আগেই রাস্তার পাশে থাকা পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। মুহূর্তেই সব শেষ হয়ে যায়।

অন্য বন্ধু মোমিনুর বলেন, আমরা সামনে ছিলাম। পেছেনে ওদের মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার শব্দ শোনামাত্রই আমরা ছুটে আসি। দৌড়ে গিয়ে দেখি দুজনই নিস্তেজ হয়ে পড়ে আছে। কোনোভাবেই মানতে পারছি না।

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল বলেন, নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ কালবেলাকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow