তরুণ প্রজন্মের গায়ক রোকনুজ্জামান রোকন। গানের প্রতি তার ভালোবাসা শৈশব থেকে। এবার কবিতার গানের সুর স্রষ্টা হিসেবে খ্যাত শাহীন সরদারের পরামর্শ ও তত্ত্বাবধানে প্রথমবারের মতো একটি মৌলিক গান গেয়েছেন এ শিল্পী।
 
কবি নাসির আহমেদের ‘ইচ্ছে করে ফিরে যেতে সুদূর তেপান্তরে’ শিরোনামের কবিতা থেকে তৈরি মৌলিক দেশের গানটি সম্প্রতি গেয়েছেন শিল্পী রোকনুজ্জামান রোকন। গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন শাহীন সরদার।
গানটি প্রসঙ্গে শাহীন সরদার বলেন, ‘এ তরুণের কণ্ঠে আমি উজ্জ্বল সম্ভাবনা লক্ষ্য করছি। যথাযথ প্রশিক্ষণের মধ্য দিয়ে এগিয়ে গেলে তার গান হৃদয়গ্রাহী হয়ে উঠবে দিনে দিনে। বিশেষ করে সুর সৃষ্টিতে কাব্যিক লিরিক অথবা কবিতার বাণীই আমার ভালোলাগে। তাই প্রখ্যাত কবি নাসির আহমেদের এই স্মৃতিচারণমূলক কবিতাটি আমি রোকনের জন্য বেছে নিয়েছি। এই কবিতার মধ্য দিয়ে আমি আবহমান গ্রাম বাংলার যে চিরন্তন ছবি পেয়েছি, মা এবং সন্তানের মমত্ব এবং ভালোবাসার যে আবেগ,তা-ই সুরে তুলে আনার চেষ্টা করেছি এবং রোকন ও যত্ন করে গাওয়ার চেষ্টা করেছে।’
শিল্পী রোকনুজ্জামান রোকন বলেন, ‘এমন সুন্দর একটি গান গাইতে পেরে আমি উচ্ছ্বসিত, আমি আপ্লুত। গীতিকবি এবং সংগীত পরিচালক দুই স্বনামখ্যাত গুণীজনের প্রতিই আমি কৃতজ্ঞ।’ শিগগির গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলেও জানালেন সুরকার শাহীন সরদার ও শিল্পী রোকন।
এমএমএফ/এএসএম

 4 months ago
                        15
                        4 months ago
                        15
                    








 English (US)  ·
                        English (US)  ·