রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পুনঃতপশিল ঘোষণা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনে হলভিত্তিক ভোটার তালিকায় ত্রুটির কারণে তপশিল স্থগিতের একদিন পর পুনঃতপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগেও একদফা তপশিল পরিবর্তন করা হয়েছে ।   বুধবার (৩ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কার্যালয়ে নির্বাচন কমিশন এ পুনঃতপশিল ঘোষণা করে। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।  নতুন তপশিল অনুযায়ী ভোটের তারিখ অপরিবর্তিত থাকলেও নির্বাচন সংক্রান্ত অন্যান্য কার্যক্রম আবারও নতুন করে শুরু করা হবে। এ নিয়ে ব্রাকসু নির্বাচনকে ঘিরে তৃতীয়বারের মতো তপশিল ঘোষণা করল নির্বাচন কমিশন। এতে জানানো হয়, সংশোধিত ভোটার তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাইয়ের পর মনোনয়ন বিতরণ থেকে শুরু করে সব ধাপই পুনরায় পরিচালনা করা হবে। এ নিয়ে ব্রাকসু নির্বাচন নিয়ে তিনবার তপশিল ঘোষণা করল  নির্বাচন কমিশন।   এর আগে সোমবার (১ ডিসেম্বর) মনোনয়ন বিতরণের শেষ দিন সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে  তপশিলের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় কমিশন। স্থগিতের ঘোষণার আগে পর্যন্ত তারা মনোনয়ন ফরম বিতরণ করেন। নতুন তপশিল অনুযায়ী ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পুনঃতপশিল ঘোষণা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনে হলভিত্তিক ভোটার তালিকায় ত্রুটির কারণে তপশিল স্থগিতের একদিন পর পুনঃতপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগেও একদফা তপশিল পরিবর্তন করা হয়েছে ।  

বুধবার (৩ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কার্যালয়ে নির্বাচন কমিশন এ পুনঃতপশিল ঘোষণা করে। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন। 

নতুন তপশিল অনুযায়ী ভোটের তারিখ অপরিবর্তিত থাকলেও নির্বাচন সংক্রান্ত অন্যান্য কার্যক্রম আবারও নতুন করে শুরু করা হবে। এ নিয়ে ব্রাকসু নির্বাচনকে ঘিরে তৃতীয়বারের মতো তপশিল ঘোষণা করল নির্বাচন কমিশন।

এতে জানানো হয়, সংশোধিত ভোটার তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাইয়ের পর মনোনয়ন বিতরণ থেকে শুরু করে সব ধাপই পুনরায় পরিচালনা করা হবে। এ নিয়ে ব্রাকসু নির্বাচন নিয়ে তিনবার তপশিল ঘোষণা করল  নির্বাচন কমিশন।
 
এর আগে সোমবার (১ ডিসেম্বর) মনোনয়ন বিতরণের শেষ দিন সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে  তপশিলের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় কমিশন। স্থগিতের ঘোষণার আগে পর্যন্ত তারা মনোনয়ন ফরম বিতরণ করেন।

নতুন তপশিল অনুযায়ী ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরে ৪ ও ৭ ডিসেম্বর ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর সেদিনই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই মনোনয়নপত্র বিতরণ শুরু হবে, যা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। একই সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিলও করা যাবে। ৯ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

১০ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। পরদিন ১১ ডিসেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পাশাপাশি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় এবং চূড়ান্ত প্রার্থিতার তালিকা প্রকাশ করা হবে।

এরপর ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা করে ফল প্রকাশ করা হবে।

সোমবার তপশিল স্থগিত ঘোষণার পর আন্দোলনে নামে শিক্ষার্থীরা। নির্বাচন বন্ধে পাঁয়তারার প্রতিবাদে সেদিন থেকে তারা প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল। বুধবার সকালে সংবাদ সম্মেলন করে তারা দুই দফা দাবি জানান। 

দাবিগুলো হলো বুধবারের মধ্যে তপশিল অনুযায়ী নির্বাচন কমিশনের স্বাভাবিক কার্যক্রম চালু রাখা ও আগামী ২৪ ডিসেম্বর ঘোষিত দিনে ভোটগ্রহণ নিশ্চিত করা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি ছাত্রসংগঠন। তবে তাদের যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য শিক্ষার্থীরা প্রস্তুত বলে হুঁশিয়ারি দেওয়া হয়। 

এদিকে পুনঃতপশিল ঘোষণার পর রাতে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা জানান, যে কোনো মূল্যে শিক্ষার্থীদের দাবি ব্রাকসু নির্বাচন এই বছরের মধ্যে অনুষ্ঠিত করতে হবে।

ভিপি পদে মনোনয়ন সংগ্রহকারী আহমাদুল হক আলবীর বলেন, নির্বাচন কমিশন তৃতীয়বারের মতো তপশিল ঘোষণা করেছে। ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এটি আমাদের প্রত্যাশা। তপশিল প্রকাশের পর শিক্ষার্থীরাও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আমরা এতে আনন্দিত এবং আশাবাদী যে, নির্বাচন কমিশন সর্বোচ্চ দায়িত্বশীলতা ও প্রচেষ্টা দিয়ে ব্রাকসু নির্বাচন বাস্তবায়ন করবে।

এর আগে গত ১৮ নভেম্বর প্রথমবার তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন ২৯ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু ছাত্রসংগঠনগুলোর আপত্তি ও দাবির মুখে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে নতুন তপশিল প্রকাশ করে ভোটগ্রহণের দিন এগিয়ে আনা হয়েছে ২৪ ডিসেম্বর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow