রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা তিন দিনের রিমান্ডে

5 hours ago 5

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেট্রোপলিটন আমলী আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া বেরোবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশকে তাকে আদালতে সোপর্দ করে চার দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলন দমন করতে এবং আবু সাঈদ হত্যার দিন আকাশ অস্ত্র নিয়ে মাঠে নেমেছিলেন। এ ধরনের বেশকিছু ভিডিও ও স্টিল ছবি আমাদের কাছে। জিজ্ঞাসাবাদে ওই ঘটনার ভেতরের অনেক কিছু জানা যাবে।

গত ১৫ ফেব্রুয়ারি আকাশকে জামালপুরের ইসলামপু উপজেলার গঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে ‍পুলিশ। আবু সাঈদ হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন তিনি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ওই ঘটনায় ১৮ আগস্ট তার বড় ভাই রমজান আলী একটি হত্যা মামলা করেন। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। এ ছাড়া মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালেও অনুসন্ধানের তালিকায় আছে।

Read Entire Article