রোকেয়া হলে সাদিকের কাছে হারলেন উমামা ফাতেমা

7 hours ago 5

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঘোষিত ৮টি ভোটকেন্দ্রের ১৮টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) মোট ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। এ ছাড়া শীর্ষ তিন পদেই এগিয়ে আছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি।

এদিকে ডাকসু ভোটে রোকেয়া হলে সাদিক কায়েমের কাছে হার মানলেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। তিনি রোকেয়া হলে মোট ভোট পেয়েছেন ৬১৪।

অন্যদিকে, রোকেয়া হলে সর্বোচ্চ ভোট পেয়েছেন ডাকসুর ভিপি পদে প্রার্থী সাদিক কায়েম। তিনি মোট ১ হাজার ৪৭২ পেয়েছেন। এ ছাড়া আবিদুল ইসলাম ৫৭৫; শামীম হোসেন ৬৮৪ ভোট পেয়েছেন।

এই হলে ডাকসুর জিএস পদে এস এম ফরহাদ সর্বাধিক ১১২০ ভোট পেয়েছেন। এ ছাড়া আরাফাত চৌধুরী পেয়েছেন ৬৬৪ ভোট, মেঘ মল্লার বসু ৭৮০ ভোট, তানভীর বারী হামীম ৪৪৭ ভোট এবং আবু বাকের মজুমদার পেয়েছেন ২৪১ ভোট।

রাত পৌনে ২টা থেকে বিভিন্ন হলে আলাদাভাবে ফল ঘোষণা শুরু হয়। বুধবার ভোর ৬টার মধ্যে মোট ৮টি ভোটকেন্দ্রের অধীনে থাকা ১৮টি হলের ফল প্রকাশ করা হয়।

যেসব হলে ফল ঘোষণা করা হয়েছে সেগুলো হলো—শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এসএম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, সুফিয়া কামাল হল, জসিমউদ্‌দীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সূর্য সেন হল এবং কুয়েত মৈত্রী হল।

Read Entire Article