মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টার দিকে হাসপাতালের সামনে এ মানববন্ধন হয়।
সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন ক্রীড়াবিদ আসাদুজ্জামান লিটন, এনসিপি সদস্য সাহেব মাহমুদ ও খন্দকার মুঈজ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ।
হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনা বন্ধ, দালাল নিধন, বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল নিয়োগসহ তত্ত্বাবধায়ক অপসারণের দাবি জানানো হয় মানববন্ধনে।
এসময় বক্তারা হাসপাতালের পরিবেশ ঠিক করতে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তব্যে ইমতিয়াজ আহমেদ হুঁশিয়ার দিয়ে বলেন, এক মাসের মধ্যে হাসপাতালের পরিবেশ ঠিক না করতে পারলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
মানববন্ধনে রোগীর স্বজন, সুশীল সমাজের ব্যক্তি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
আসিফ ইকবাল/জেডএইচ/জেআইএম