রোনালদো গোল করার পরও হারলো আল নাসর

1 month ago 36

সৌদি প্রো লিগে আল কাদসিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে আল নাসর। এতে থেমে গেছে স্টেফানো পিওলির শিষ্যদের টানা ২১ ম্যাচের অপরাজিত যাত্রা।

শুক্রবার ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে শুরুতে আল নাসরকে এগিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোই। তবে পর্তুগিজ তারকার গোলটি ক্লাবের জন্য যথেষ্ঠ হয়নি ক্লাবর জন্য। লিড তো ধরে রাখতে পারেইনি, শেষ পর্যন্ত হেরেই বসেছে আল নাসর।

৩২ মিনিটে গোল করেন রোনালদো। চলতি মৌসুমে প্রো লিগে এটি পর্তগিজ ফরোয়ার্ডের সপ্তম গোল। আল নাসরের জার্সিতে সিআরসেভেনের ৫৭তম। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।

৫ মিনিট পরই সমতায় ফেরে কাদসিয়া। সফরকারী দলের হয়ে গোল করেন হুলিয়ান কুইনোনেজ। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিটে আল নাসরের দর্শকদের স্তব্ধ করে দেন কাদসিয়ার পিয়েরি এমেরিক ওবামেয়াং। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় হেরেই মাঠ ছাড়তে হয় আল নাসরকে।

১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে প্রো লিগের টেবিলের তৃতীয় স্থানে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দখলে আল ইতিহাদ।

এমএইচ/এমএস

Read Entire Article