পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্ব জুড়ে তার কোটি ভক্তের মতো আল নাসর তারকা নিজেকে দাবি করেন 'সর্বকালের সেরা' ফুটবলার হিসেবে। এবার এই কাতারে যোগ দিলেন পর্তুগিজ লিগ 'লিগা পর্তুগাল'। বুধবার এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয় পর্তুগিজ ফুটবল লিগ কর্তৃপক্ষ। সংস্থার কর্তারা স্বদেশী কিংবদন্তি রোনালদোকে ইতিহাসের সেরা বলে আখ্যায়িত করেছেন।
রোনালদোকে সর্বকালের সেরা প্রসঙ্গে লিগা পর্তুগাল এক বিবৃতিতে... বিস্তারিত