রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

4 months ago 33

কী ক্লাব ফুটবল, কী জাতীয় দল! বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়েই চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার রাতে জোড়া গোল করলেন ৩৯ বছর বয়সী এই তারকা ফুটবলার। পর্তুগাল জিতলো ৩-০ গোলের বড় ব্যবধানে।

ঘরের মাঠে এটিই হতে পারে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। কিংবদন্তি এই ফুটবলারকে যেন বিদায়কে স্মরণীয় করে রাখলেন! ইউরোর প্রস্তুতিপর্বে দাপুটে ফুটবল খেলেই জিতেছে পর্তুগাল।

ম্যাচের ১৮ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় পর্তুগাল। শর্ট কর্নার থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় জালে জড়ান তিনি। চার মিনিট পর রোনালদো প্রথম গোল পেতে পারতেন। তার ফ্রি কিক একটুর জন্য দূরের পোস্ট দিয়ে চলে যায়।

তবে রোনালদোকে আটকে রাখতে পারেনি আয়ারল্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫০ মিনিট) বাঁ পায়ের ঝলকে চোখ ধাঁধানো এক গোল করেন পাঁচবারের ব্যালন ডি অরজয়ী তারকা। ১০ মিনিট পর আরও এক গোল তার। এতে করে ২০৭ আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে রেকর্ড ১৩০ গোল হয়ে গেছে সিআরসেভেনের।

গুঞ্জন আছে, জার্মানিতে এবারের ইউরো খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন রোনালদো। যদিও তার সতীর্থ রুবেন নেভেস এমন গুঞ্জন উড়িয়েই দিয়েছেন।

আইরিশ ব্রডকাস্টার আরটিই'র সঙ্গে আলাপে নেভেস রোনালদোকে নিয়ে বলেন, 'অবিশ্বাস্য! তার সঙ্গে খেলতে পারা কেমন অনুভূতি আমি বর্ণনা করতে পারব না। আজও দুই গোল করলেন। ইউরোর প্রস্তুতি দারুণভাবে শেষ করলেন। তাই আমাদের প্রত্যাশাও অনেক উঁচুতে।

আমরা সবাই জানি, জাতীয় দলের জন্য তিনি ২০০ ভাগ দিতে প্রস্তুত। আমরা অবশ্যই তার কাছে আরও গোল চাই-যোগ করেন নেভেস।

ইউরোতে এবার 'এফ' গ্রুপে খেলবে পর্তুগাল। তাদের প্রথম ম্যাচ ১৮ জুন, চেক রিপাবলিকের বিপক্ষে। এরপর রয়েছে তুরস্ক এবং জর্জিয়ার বিপক্ষে ম্যাচ।

এমএমআর/

Read Entire Article