রোনালদোর পেনাল্টি মিস, পর্তুগালের জয়ের নায়ক গোলরক্ষক

3 months ago 40

জার্মানির ফ্রাঙ্কফুট অ্যারেনায় শ্বাসরুদ্ধকর এক লড়াই দেখলো পুরো বিশ্ব। চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের এই পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে, সেগুলোর মধ্যে গর্তুগাল ও স্লোভেনিয়ার ম্যাচটিকে সেরা ম্যাচ বললেও অত্যুক্তি হবে না।

ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে ক্রিশ্চিয়ানোর রোনালদোর পর্তুগালের বুক মাটিতে লাগিয়ে দিয়েছে ফিফা র্যাংকিংয়ে অনেক পিছিয়ে থাকা স্লোভেনিয়া।১২০ মিনিটের খেলায়ও পর্তুগিজদের কোনো গোল করতে না দিয়ে খেলা টাইব্রেকারে নিয়ে যায় তারা।

সেখানে আর অভিজ্ঞ পর্তুগালের সঙ্গে পেরে উঠেনি স্লোভেনিয়া। বড় দল বলে যে একটা কথা আছে, সেটি টাইব্রেকারে এসে প্রমাণ করলো রোনালদোরা। এই পর্যায়ে স্লোভেনিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে পর্তুগাল।

শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ের অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে পেনাল্টি মিস করেন রোনালদো। ইউরোর ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে দুটি পেনাল্টি মিসের লজ্জার রেকর্ড করেন আল নাসর তারকা। এছাড়া অতিরিক্ত সময়ে পেনাল্টি মিসের ইতিহাসে এটি দ্বিতীয়।

রোনালদো পেনাল্টি মিসের পর মনে হয়েছে, শেষ পর্যন্ত হয়তো ভাগ্যের শিকে ছিঁড়বে স্লোভেনিয়াই। কারণ, এর আগে এই ম্যাচে ৪টি ফ্রি-কিক নিয়ে সফল হতে পারেননি রোনালদো। যদিও শেষ পর্যন্ত জয় পেয়েছে পর্তুগালই।

আজ পর্তুগালের জয়ের নায়ক গোলরক্ষক দিয়োগো কস্তা। স্লোভেনিয়ার প্রথম তিনটি শটই ঝাপিয়ে পড়ে রুখে দেন তিনি। জোসিফ ইলিসিসের বাঁপায়ে করা প্রথম শট ডানদিকে ঝাঁপ দিয়ে প্রতিহত করেন কস্তা। এরপর বাঁপাশে ঝাঁপ দিয়ে জুরে বাল্কোভিককে হতাশ করেন তিনি। একই দিকে লাফিয়ে পড়ে বেঞ্জামিন ভারভিকের করা তৃতীয় শটও রুখে দেন কস্তা।

অপরদিকে ৩টি শটেই (রোনালদো, ব্রনো ফার্নান্দেজ ও বার্নাডো সিলভা) সফল হয় পর্তুগাল। এতেই জয় নিশ্চিত হয় গর্তুগিজদের।

 

এমএইচ/

Read Entire Article