রোববার চট্টগ্রামে কারফিউ শিথিল থাকবে ১৫ ঘণ্টা

1 month ago 13

চট্টগ্রাম নগর ও জেলায় রোববার (২৮ জুলাই) ১৫ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করেছে প্রশাসন। এদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতি দিয়ে আবারও কারফিউ বলবৎ হবে।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং জেলা প্রশাসনের পক্ষে গণমাধ্যমে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

৩০ মামলায় গ্রেফতার ৮৪৭

এদিকে চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষের ঘটনায় আরও একটি নতুন মামলা হয়েছে।

শুক্রবার রাতে সিএমপির আকবরশাহ্ থানায় ৩৭ জনের নাম উল্লেখ করে নতুন ওই মামলায় ৭০ থেকে ৭৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার অভিযোগে সিএমপির বিভিন্ন থানায় ১৯টি ও জেলার বিভিন্ন থানায় ১১ টি মামলা দায়ের করা হয়েছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে চট্টগ্রামে দায়ের হওয়া ৩০ টি মামলায় আজ শনিবার বিকেল পর্যন্ত ৮৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নগরের ১৯ মামলায় ৩৭ হাজার আসামি

নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে আজ পর্যন্ত চট্টগ্রামে বিএনপির ৩৭০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নেতাকর্মীদের বিরুদ্ধে ১৮টি মামলা দায়ের করেছে। এসব মামলায় ৩৭ হাজার আসামি করা হয়েছে।

এএজেড/এমএইচআর/এমএস

Read Entire Article