রোববার সারাদেশে ৩ ঘণ্টা বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

1 month ago 25

কক্সবাজারের সিমিইউ-৪ সাবমেরিন ক্যাবলের চেন্নাই ও সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ করা হবে। এ জন্য রোববার (১ ডিসেম্বর) দিনগত রাতে তিন ঘণ্টার জন্য সারাদেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে।

শনিবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি কর্তৃপক্ষ।

বিএসসিপিএলসির কর্মকর্তারা জানান, রোববার দিনগত রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের সিমিইউ-৪-এর চেন্নাই প্রান্তে চেন্নাই ল্যান্ডিং স্টেশনের কাছে এবং সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের কাছে কনসোর্টিয়াম কর্তৃক ক্যাবলের ত্রুটি নিরসনে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।

এ সময়ে সিমিইউ-৪ এর মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে বলেও জানান তারা।

বিএসসিপিএলসি সিমিউই-৪ এবং সিমিউই-৫ নামের দুটি আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়ামের (কোম্পানি) সদস্য। যেটি বাংলাদেশে সাবমেরিন ক্যাবলের অধিক ক্ষমতা ও পর্যাপ্ততা নিশ্চিত করে।

বর্তমানে সিমিউই-৪ এবং সিমিউই-৫ ক্যাবল দুটির মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট ও আন্তর্জাতিক ভয়েস ট্র্যাফিক কার্যক্রম চলছে। সিমিউই-৪ এর জন্য বিএসসিসিএলের ক্যাবল ল্যান্ডিং স্টেশন রয়েছে কক্সবাজারে। সিমিউই-৫-এর জন্য পটুয়াখালীর কুয়াকাটাতে ল্যান্ডিং স্টেশন চালু হয়েছে।

এএএইচ/এমএএইচ/জেআইএম

Read Entire Article