ইউরোপসেরা হয়ে গত মৌসুম শেষ ছিল, ২০২৫ উয়েফা সুপার কাপও জিতল ফরাসি ক্লাব পিএসজি। বুধবার রাতে ইতালির ব্লুনের্জি স্টেডিয়ামে ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। শেষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে পিএসজি। ফাইনালে প্রথমার্ধেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পিএসজি। স্পারদের হয়ে ৩৯ মিনিটে পিএসজির জালে বল জড়ান মিকি ফন দা ভেন। […]
The post রোমাঞ্চের শেষে পিএসজির ঘরে উয়েফা সুপার কাপ appeared first on চ্যানেল আই অনলাইন.