রোমানিয়ায় ট্রাকে লুকিয়ে থাকা ১৩ অভিবাসী আটক
মরক্কো ও তুরস্কের মোট ১৩ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে রোমানিয়ার সীমান্ত পুলিশ। তারা সবাই একটি মালবাহী ট্রাকের ভেতরে লুকিয়ে রোমানিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন। ক্যালাফাট–বিদীন টোল স্টেশনের নিকটবর্তী পার্কিং এলাকায় মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে যৌথ অভিযানে তুরস্কে নিবন্ধিত একটি ট্রাক থামায় রোমানিয়া–বুলগেরিয়ার সীমান্ত পুলিশ। ট্রাকটি ধাতব সামগ্রী ও রেজিন ভর্তি প্যালেট পরিবহন করছিল বলে নথিতে উল্লেখ ছিল। ৪৬ বছর বয়সী এক তুর্কি নাগরিক ট্রাকটি চালাচ্ছিলেন। তিনি তুরস্ক থেকে ফ্রান্সের পথে ছিলেন। তল্লাশির সময় কার্গো বগির ভেতর থেকে ১৩ জন বিদেশি নাগরিককে পাওয়া যায়। তাদের কারও কাছে বৈধ ভ্রমণ নথি ছিল না এবং রোমানিয়ায় প্রবেশের আইনগত শর্তও তারা পূরণ করছিলেন না। তদন্তে জানা যায়, তাদের সবাই মরক্কো ও তুরস্কের নাগরিক। অভিযান পরিচালনাকারী রোমানিয়ার কর্মকর্তারা জানান, অভিবাসীরা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশের উদ্দেশ্যে ট্রাকের ভেতর লুকিয়ে ছিলেন। ঘটনার পর ১৩ জন অভিবাসী, চালক এবং ট্রাকটি বুলগেরিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি তদন্ত চলবে। গিউরজিউ আঞ্চ
মরক্কো ও তুরস্কের মোট ১৩ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে রোমানিয়ার সীমান্ত পুলিশ। তারা সবাই একটি মালবাহী ট্রাকের ভেতরে লুকিয়ে রোমানিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন।
ক্যালাফাট–বিদীন টোল স্টেশনের নিকটবর্তী পার্কিং এলাকায় মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে যৌথ অভিযানে তুরস্কে নিবন্ধিত একটি ট্রাক থামায় রোমানিয়া–বুলগেরিয়ার সীমান্ত পুলিশ।
ট্রাকটি ধাতব সামগ্রী ও রেজিন ভর্তি প্যালেট পরিবহন করছিল বলে নথিতে উল্লেখ ছিল। ৪৬ বছর বয়সী এক তুর্কি নাগরিক ট্রাকটি চালাচ্ছিলেন। তিনি তুরস্ক থেকে ফ্রান্সের পথে ছিলেন।
তল্লাশির সময় কার্গো বগির ভেতর থেকে ১৩ জন বিদেশি নাগরিককে পাওয়া যায়। তাদের কারও কাছে বৈধ ভ্রমণ নথি ছিল না এবং রোমানিয়ায় প্রবেশের আইনগত শর্তও তারা পূরণ করছিলেন না। তদন্তে জানা যায়, তাদের সবাই মরক্কো ও তুরস্কের নাগরিক।
অভিযান পরিচালনাকারী রোমানিয়ার কর্মকর্তারা জানান, অভিবাসীরা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশের উদ্দেশ্যে ট্রাকের ভেতর লুকিয়ে ছিলেন। ঘটনার পর ১৩ জন অভিবাসী, চালক এবং ট্রাকটি বুলগেরিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি তদন্ত চলবে।
গিউরজিউ আঞ্চলিক সীমান্ত পুলিশ জানিয়েছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে তারা প্রতিবেশী দেশগুলোর সহযোগিতায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
রোমানিয়া–বুলগেরিয়া সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বিপুল সংখ্যক মালবাহী তুর্কি ট্রাক চলাচল করে। এসব যানবাহন ব্যবহার করে মানবপাচারের অভিযোগ প্রায়ই পাওয়া যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চলতি বছরের জানুয়ারি থেকে রোমানিয়া আনুষ্ঠানিকভাবে ইউরোপের শেনজেন অঞ্চলের স্থলসীমান্তেও যুক্ত হয়েছে। এর আগে, ২০২৪ সালের ৩১ মার্চ থেকে দেশটির সমুদ্র ও আকাশসীমা শেনজেনভুক্ত হলেও এ বছরের শুরু থেকে স্থল সীমান্ত নিয়ন্ত্রণও তুলে নেওয়া হয়েছে।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস
এমআরএম/এমএস
What's Your Reaction?