রোলেক্স ঘড়ির দাম কত থেকে শুরু

1 day ago 6

বিশ্ববিখ্যাত সুইস ব্র্যান্ড রোলেক্স ২০২৫ সালে তাদের কিছু মডেলের ঘড়ির দাম বাড়িয়েছে। বিশেষ করে সোনার তৈরি মডেলগুলোর দাম গত ১ জানুয়ারি থেকে ৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। গত বছরের তুলনায় এবার দাম বৃদ্ধির হার অনেক বেশি ছিল। রোলেক্স ঘড়ির দাম সাধারণত প্রতি বছর ১ জানুয়ারি পুনঃমূল্যায়িত হয় এবং ২০২৫ সালেও তা অব্যাহত রয়েছে।

রোলেক্স ঘড়ির দাম কত থেকে শুরু 
বর্তমানে রোলেক্স ঘড়ির দাম ৬ হাজার ৯০০ ডলার (প্রায় ৬ হাজার ৩০০ ইউরো) থেকে শুরু হয়। তবে, সোনার তৈরি মডেল বা বিশেষ সংস্করণের মডেলগুলোর দাম অনেক বেশি হতে পারে। রোলেক্সের কিছু মডেলের দাম এখন প্রায় ৪৪ হাজার ২০০ ইউরো (প্রায় ৪৭ হাজার ডলার) পর্যন্ত পৌঁছেছে।

বিশেষ মডেলের দাম
ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের প্রথম মাসে হলুদ সোনার ডে-ডেট মডেলটির দাম ৪১ হাজার ইউরো থেকে বেড়ে ৪৪ হাজার ২০০ ইউরো হয়েছে। একইভাবে, জিএমটি-মাস্টার ২ মডেলটির দামও বেড়ে ৪৪ হাজার ৬০০ ইউরো হয়েছে।

দাম বৃদ্ধির কারণ
রোলেক্স তাদের ঘড়ির দাম প্রতি বছর সোনার দাম বৃদ্ধির কারণে বেড়ে থাকে। বিশেষ করে ২০২৪ সাল থেকে সোনার দাম বৃদ্ধি পাওয়ায়, এ ব্র্যান্ডের ঘড়ির দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

রোলেক্স ঘড়ির বিশেষত্ব
রোলেক্সের ঘড়িগুলো কেবল সময় দেখার যন্ত্র নয়, বরং একটি স্ট্যাটাস রক্ষার প্রতীক হিসেবেও পরিচিত। এর উজ্জ্বল নকশা, উচ্চমানের নির্মাণ ও প্রযুক্তি এই ব্র্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা বিলাসবহুল ঘড়ি নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই ঘড়ির দাম কমবে কি?
ইতিহাস বলে, রোলেক্স প্রতি বছর ঘড়ির দাম বাড়াতেই থাকে। সুতরাং, আগামী বছরেও দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে, যদি সোনার দাম স্থিতিশীল থাকে, তাহলে দাম বৃদ্ধির হার কিছুটা কমতে পারে।

সূত্র : বিজনেস ইনসাইডার

Read Entire Article