রোহিঙ্গা ক্যাম্পে তরুণকে গুলি করে হত্যা

3 months ago 11
কক্সবাজারের টেকনাফে হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে কথাকাটাকাটির জেরে মো. আলমগীর (১৮) নামের এক রোহিঙ্গা তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে নয়াপাড়া রেজিস্টার্ড আশ্রয়শিবিরের ডি ব্লকে এ ঘটনা ঘটে।  নিহত আলমগীর ডি ব্লকের বাসিন্দা মৃত মোহাম্মদ হারেছের ছেলে। নয়াপাড়া ক্যাম্পে নিহত আলমগীরের ফুপু বলেন, নয়াপাড়া ক্যাম্পে বিকাশের দোকানের সামনে কথাকাটাকাটি জেরে তিন চার জনের মাঝে হঠাৎ করে একজন এসে তাকে গুলি করে দেয়। আমি তা দূর থেকে দেখতে পাচ্ছি। কিন্তু কী কারণে আমার এই ভারসাম্যহীন ভাইয়ের ছেলেকে গুলি করা হয়েছে তা এখনো জানি না। আমার ভাতিজা এতিম, মা-বাবা কেউ জীবিত নেই। আমি এই ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের দাবি জানাচ্ছি। নিহতের বড় ভাই বলেন, আমার ভাই একজন ভারসাম্যহীন পাগল। কী কারণে তাকে গুলি করা হয়েছে তা আমরা জানি না। আমরা অসহায়। মরদেহ দাফন করার মতো আমাদের কাছে কোনো টাকা নেই। আমরা এতিম, আমাদের মা-বাবা নেই। আমরা শুধু দুই ভাই আছি। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নয়াপাড়া ক্যাম্পে নিহত আলমগীরের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে কী কারণে হত্যাকাণ্ড হয়েছে, কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
Read Entire Article