রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

5 months ago 22

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামকে আটক করেছেন এপিবিএন সদস্যরা।

নিহত রেহেনা আক্তার (২৯) উখিয়ার ক্যাম্প-১৯ এ-৭ ব্লকের আবু সাদেকের মেয়ে। রেহেনার স্বামী নুরুল ইসলাম একই ক্যাম্পের আব্দুস শুক্কুরের ছেলে।

মঙ্গলবার (১৩ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আব্দুল হাদি।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে ক্যাম্প-১৯ এর নুরুল ইসলাম ও তার স্ত্রী রেহেনা আক্তারের মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম তার স্ত্রী রেহেনাকে ছুরিকাঘাত করেন। এতে রেহেনা ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে এপিবিএন টিম ঘটনাস্থলে পৌঁছে নুরুল ইসলামকে আটক করে।

আটক নুরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এপিবিএনের এ কর্মকর্তা।

জাহাঙ্গীর আলম/কেএসআর

Read Entire Article