রোহিত বললেন ‘মাথা খাটাতে’, কড়া জবাব ইনজামামের

3 months ago 41

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবগুলো ম্যাচেই জিতে নিয়েছে ভারত। আজ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় বার্বাডোজে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। ভারতের এবারের পথচলায় বড় শক্তি ছিল তাদের বোলিং। ওয়েস্ট ইন্ডিজের উইকেটে দারুণ করেছেন তারা।

ভারতীয় দলের এমন বোলিং দেখে নতুন এক তত্ত্ব নিয়ে হাজির হন পাকিস্তানের সাবেক তারকা ইনজামাম উল হক। ভারতীয় পেসারদের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্শদীপ সিং অনবদ্য বোলিং করেছিলেন। ম্যাচের শেষ দিকেও রিভার্স সুইং করছিলেন তিনি। সেটি নিয়েই সন্দেহ হয় ইনজামামের।

সেটি দেখেই কিছুটা সন্দেহ প্রকাশ করেন ইনজামাম উল হক। তার সন্দেহ ছিল ভারতীয় দলের বোলারদের নিয়ে। কারণ ১৬ ওভারের পর পুরনো বলেও যেভাবে আর্শদীপ রিভার্স সুইং করেছিলেন তা বিশ্বাস করতে পারেননি ইনজামাম। বল টেম্পারিং করেছে ভারত, এমন ইঙ্গিত ছিল তার।

এসব নিয়ে জানতে চাওয়া হলে রোহিত শর্মা বলেন, ‘এসবের আর কী উত্তর দেবো। এত গরমের মধ্যে খেলা হচ্ছে। উইকেট এতটা শুকনো, যে বল নিজে থেকেই রিভার্স সুইং হয়। এটা সব দলের সঙ্গেই হচ্ছে, শুধু আমাদের নয়। সব দলই রিভার্স সুইং করছে, তাই কখনও কখনও মাথা কাজে লাগানো দরকার। বুঝতে হবে কোন কন্ডিশনে ম্যাচ খেলছ, এটা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া নয়।’

রোহিতের বক্তব্যের জবাব দিয়েছেন ইনজামামও। তিনি বলেন, ‘মাথা তো কাজে লাগাবোই। প্রথমত বল রিভার্স সুইং হয়েছে এটা তাহলে স্বীকার করেছে। আর রোহিতকে আমাদের শেখাতে হবে না যে, রিভার্স সুইং কীভাবে হয়, কতটা রোদে হয় বা কোন পিচে হয়।’

‘যারা রিভার্স সুইং শিখিয়েছে, তাদের এসব শেখাতে নেই। তাকে বলবেন, যে এসব নিয়ে কথা বলা উচিত নয়। সাংবাদিক রোহিতকে ভুল প্রশ্ন করেছে। আমি বল বিকৃতির কথা বলিনি, শুধু বলেছিলাম আম্পায়ারদের চোখ খোলা রাখতে। কারণ ১৫ ওভারের পরেও রিভার্স সুইং হয়েছে। রোহিত বলছে মাথা খাটাতে, আমি বলছি চোখ আর মাথা দুই কাজে লাগাতে।’

আইএইচএস/এমএইচ/

Read Entire Article