‘রৌমারী সীমান্তে গরু চোরাচালানে রেট বাড়িয়েছেন ওসি’

3 months ago 32

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মাদক ও গরু চোরাচালানে পুলিশের জড়িত থাকার অভিযোগ তুলেছেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন। একইসঙ্গে তিনি রৌমারী থানার ওসি ‘গরু চোরাচালানে মাথাপিছু রেট’ বাড়িয়েছেন বলেও মন্তব্য করেছেন।

তবে এ মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ হিল জামান।

শনিবার (২২ জুন) বিকেলে রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তার বক্তব্যের ৪ মিনিট ৩১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘সীমান্তে গরু আসে নদীপথে, গরু আসে সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপর বাঁশের তৈরি আড়কির (বাঁশের তৈরি যন্ত্র) মাধ্যমে। মাথাপিছু গরুর টাকা নেয় কে এবং কে খায়? আগের ওসির এক রেট ছিল, এই ওসি (আব্দুল্লা হিল জামান) এসে রেট বাড়ায় দিছে।’

তিনি আরও বলেন, ‘নদীপথ দিয়ে ছোট ছোট (ডিঙি) নৌকাগুলোতে করে মাদক আসে। কোনো কোনো সময় কামলা (মাদক আনা নেওয়া শ্রমিক) আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও মাদকের গডফাদাররা ধরা পড়েন না কেন। এসব গডফাদারদের ইদানিং থানার বারান্দায় দেখা যায়। পাশাপাশি দারোগাদের ঘাড় ধরে ঘুরে বেড়ান। এতে দৃষ্টিকটু হয়।’

জাকির হোসেন বলেন, ‘মাদকের সাম্রাজ্য এখন রৌমারী এবং এখানকার মাদক কারাবারিরা কোটিপতি। ব-কলম হয়েও শুধু টাকার জোরে নির্বাচিত জনপ্রতিনিধি হচ্ছেন অনেকেই। এখানে উপস্থিত সবার খবর জানি আমি। হুন্ডি ব্যবসার সঙ্গে কারা কারা জড়িত সবাই জানেন কিন্তু কেউ বলেন না। আমার মুখ খোলাইয়েন না। ভালো হয়ে যাই সবাই।’

এদিকে ‘গরু ও মাদক’ বিষয়ে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, পুলিশ গরু চোরাচালানের সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, সীমান্তে গরু চোরাচালানের সঙ্গে পুলিশের সম্পৃক্ততার কোনো সুযোগ নেই। সীমান্তের আট কিলোমিটার এলাকায় পুলিশ যেতে হলে বিজিবিকে অবগত করে যেতে হয়। সেখানে পুলিশ কীভাবে চোরাচালানে সহযোগিতা করবে। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর অভিযোগের সত্যতা যাচাই বাচাই করে দেখা হবে।

ফজলুল করিম ফারাজী/এফএ/জিকেএস

Read Entire Article