রৌমারীতে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ

"নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপনের ১৬ দিনব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) swabol প্রকল্পের উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশন এবং এলএফও সদস্যদের উদ্যোগে নারীদের সচেতনতা বৃদ্ধি, আলোচনা সভা, র‍্যালি, গণসমাবেশ ও পালা গানের আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আপেল মাহমুদ, বন্দবেড় ইউপি সচিব আমিনুল ইসলাম, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর ফিল্ড কোঅর্ডিনেটর একেএম এনামুল করিম ও আবু সাঈদ তুহিন, রৌমারী উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এজেদা খাতুন, কোষাধ্যক্ষ আইরিন আক্তার। এছাড়া উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সদস্য, স্কুল শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।অনুষ্ঠানের শেষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা নারী ও কিশোরীদের

রৌমারীতে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ

"নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপনের ১৬ দিনব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) swabol প্রকল্পের উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশন এবং এলএফও সদস্যদের উদ্যোগে নারীদের সচেতনতা বৃদ্ধি, আলোচনা সভা, র‍্যালি, গণসমাবেশ ও পালা গানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আপেল মাহমুদ, বন্দবেড় ইউপি সচিব আমিনুল ইসলাম, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর ফিল্ড কোঅর্ডিনেটর একেএম এনামুল করিম ও আবু সাঈদ তুহিন, রৌমারী উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এজেদা খাতুন, কোষাধ্যক্ষ আইরিন আক্তার। এছাড়া উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সদস্য, স্কুল শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানের শেষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা নারী ও কিশোরীদের প্রতি অনলাইন হয়রানি, অপমান, প্রতারণা ও ব্ল্যাকমেইলসহ ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা পরিবার থেকেই শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের শিক্ষা দেওয়ার উপর জোর দেন।

অনুষ্ঠান শেষে নারী নির্যাতন প্রতিরোধের বার্তা পৌঁছে দিতে একটি পালাগানের আয়োজন করা হয়, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এই অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেছে Tradecraft Exchange ও European Union বাস্তবায়নে গণ উন্নয়ন কেন্দ্র জিইউকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow