র‍্যাব সদস্যের স্ত্রীর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি

জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার এলাকার সহস্রাধিক নারী, পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ এ কর্মসূচি পালন করে। পৌরসভার ঐতিহাসিক গণময়দান মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় মানববন্ধন করে। বিক্ষুব্ধ এলাকাবাসী দিগপাইত-তারাকান্দি প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সরিষাবাড়ী থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় পুলিশের শিথিলতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা সাত দিনের আলটিমেটাম দিয়ে বলেন, আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।মানববন্ধনে নিহত লিপি আক্তারের মা কল্পনা বেগম, পিতা মঞ্জুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার মেয়েকে যারা অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, তাদের ফাঁসি না দেখা পর্যন্ত আমরা শান্ত

র‍্যাব সদস্যের স্ত্রীর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি

জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার এলাকার সহস্রাধিক নারী, পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ এ কর্মসূচি পালন করে। পৌরসভার ঐতিহাসিক গণময়দান মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় মানববন্ধন করে। বিক্ষুব্ধ এলাকাবাসী দিগপাইত-তারাকান্দি প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সরিষাবাড়ী থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় পুলিশের শিথিলতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা সাত দিনের আলটিমেটাম দিয়ে বলেন, আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

মানববন্ধনে নিহত লিপি আক্তারের মা কল্পনা বেগম, পিতা মঞ্জুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার মেয়েকে যারা অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, তাদের ফাঁসি না দেখা পর্যন্ত আমরা শান্ত হবো না।" এ সময় আরও বক্তব্য রাখেন, নিহতের বোন মিম ও সালেমা খাতুন, ভাবী মোমেনা, এলাকাবাসীর পক্ষে সাইফুল ইসলাম। এ সময় নিহত লিপি আক্তারের শিশু সন্তানকে স্বজনদের পাশে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা উপস্থিত জনতাকে আবেগাপ্লুত করে তোলে।

থানায় অবস্থান কর্মসূচি চলাকালে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow