র্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার
কুমিল্লার মুরাদনগরের লাজৈর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-১১, সিপিসি-২।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১, সিপিসি-২।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের থানা থেকে লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় দুষ্কৃতকারীরা হামলা চালায়। এ সময় তারা থানার অভ্যন্তরে সংরক্ষিত অস্ত্র, গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ নথিপত্র লুটপাট ও ধ্বংস করে। ওই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল ও দুষ্কৃতকারীরা থানার মালখানা ভেঙে সরকারি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ লুট করে নিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাবের গোয়েন্দা নজর
কুমিল্লার মুরাদনগরের লাজৈর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-১১, সিপিসি-২।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১, সিপিসি-২।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের থানা থেকে লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় দুষ্কৃতকারীরা হামলা চালায়। এ সময় তারা থানার অভ্যন্তরে সংরক্ষিত অস্ত্র, গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ নথিপত্র লুটপাট ও ধ্বংস করে। ওই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল ও দুষ্কৃতকারীরা থানার মালখানা ভেঙে সরকারি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ লুট করে নিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার এবং গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে উক্ত অভিযানে একটি চাইনিজ রাইফেল ও একটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রসংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।