র্যাবের হাতে গ্রেপ্তার অপহরণ মামলার আসামি সম্রাট
সিএমপির সদরঘাট থানার অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. সম্রাট ইসলামকে (১৮) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৩ নভেম্বর) র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান। গ্রেপ্তার সম্রাট ইসলাম কক্সবাজার জেলার পেকুয়া থানার মগঘোনা এলাকার মো. মজিবুর রহমানের ছেলে। র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, সদরঘাট থানার এজাহারভুক্ত প্রধান আসামি বোয়ালখালী থানাধীন পশ্চিম শাকপুরা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অভিযান চালিয়ে মো. সম্রাট ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদরঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম কালবেলাকে বলেন, সদরঘাট থানায় অপহরণ মামলার এজাহারনামীয় আসমি সম্রাট ইসলামকে গ্রেপ্তার করার পর থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করানো হয়েছে।
সিএমপির সদরঘাট থানার অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. সম্রাট ইসলামকে (১৮) গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৩ নভেম্বর) র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তার সম্রাট ইসলাম কক্সবাজার জেলার পেকুয়া থানার মগঘোনা এলাকার মো. মজিবুর রহমানের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, সদরঘাট থানার এজাহারভুক্ত প্রধান আসামি বোয়ালখালী থানাধীন পশ্চিম শাকপুরা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অভিযান চালিয়ে মো. সম্রাট ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদরঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম কালবেলাকে বলেন, সদরঘাট থানায় অপহরণ মামলার এজাহারনামীয় আসমি সম্রাট ইসলামকে গ্রেপ্তার করার পর থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করানো হয়েছে।
What's Your Reaction?