রয়্যাল এনফিল্ড নতুন বাইক আনছে বাজারে

4 hours ago 4

রয়্যাল এনফিল্ড ক্লাসিক থেকে শুরু করে বুলেট অনেক মডেল এরই মধ্যে বাজারে রয়েছে। বছরজুড়ে অনেকগুলো মডেলের বাইক বাজারে এনেছে নির্মাতা সংস্থা। আবার জনপ্রিয় মডেল নির্মাণও বন্ধ করেছে সংস্থা। এবার নতুন বাইক বাজারে এনেছে, যার নাম রয়্যাল এনফিল্ডের শটগান ৬৫০।

রয়্যাল এনফিল্ডের এই সীমিত সংস্করণের বাইকটি তিন টোনের কালার কম্বিনেশনের সঙ্গে বাজারে এসেছে যা আইকন মোটরস্পোর্টস দ্বারা কাস্টমাইজ করা হয়েছে। সব অংশগুলোকে হাইলাইট করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই মডেলটি।

নীল শক অ্যাবসর্বার, একটি লাল সিট, গোল্ডেন হুইল, বার এন্ড মিরর লাগানো হয়েছে। শটগান ৬৫০-এর এই সব মডেলের সঙ্গে বাইকের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি জ্যাকেটও দেওয়া হবে রয়্যাল এনফিল্ড থেকে।

শটগান ৬৫০ বাইকের এই আইকন সংস্করণে কোনো যন্ত্রাংশের বদল করা হয়নি। এই বাইকের ইঞ্জিন শটগান ৬৫০-এর স্ট্যান্ডার্ড মডেলের মতই। এই মোটরবাইকে একটি ৬৪৮ সিসির সমান্তরাল টুইন মোটর রয়েছে যা ৪৭ এইচপি শক্তি প্রদর্শন করে, ৫২.৩ এনএম টর্ক প্রদান করে।

ভারতে রয়্যাল এনফিল্ডের শটগান ৬৫০ বাইকের এই আইকন সংস্করণের দাম স্ট্যান্ডার্ড মডেলের থেকে ৬৬ হাজার রুপির বেশি। শটগান ৬৫০ বাইকের দাম শুরু হয় যেখানে ৩ লাখ ৫৯ হাজার রুপি থেকে, সেখানে এই আইকন প্রিমিয়াম সংস্করণের জন্য দাম রাখা হয়েছে ৪ লাখ ২৫ হাজার রুপি।

আরও পড়ুন

সূত্র: হিন্দুস্থান অটো

কেএসকে/এমএস

Read Entire Article