লক্ষাধিক টাকা জরিমানা আদায় ডিএনসিসির

5 days ago 4
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চলে অভিযান চালিয়ে সড়কে নির্মাণসামগ্রী রাখার অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার থেকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পর্যন্ত অভিযানে ২০টি মামলায় এ জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান, স্থাপনা এবং চলাচলে বাধা সৃষ্টিকারী নির্মাণাধীন ভবনের মালামাল উচ্ছেদে অভিযান শুরু করেছে ডিএনসিসি। গত ১১ জানুয়ারি থেকে ডিএনসিসির ১০টি অঞ্চলে উচ্ছেদ অভিযান চালানো হয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযান চালান। ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে নির্মাণসামগ্রী রেখে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০টি মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনদুর্ভোগ নিরসনে এই অভিযান চলমান থাকবে।
Read Entire Article