লক্ষ্মীপুরে জুলাই শহীদদের সম্মানে ১৪ গরু কোরবানি

2 months ago 41

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের সম্মানে ১৪টি গরু কোরবানি দেওয়া হয়েছে।

রোববার (০৮ জুন) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এই কোরবানির আয়োজন করেন। পরে উপজেলার এক হাজার পরিবারের মাঝে কোরবানি গোশত বিতরণ করা হয়।

তুরস্কভিত্তিক সংগঠন হিউম্যাটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন ও সোয়াব-এর সহযোগিতায় শহীদ পরিবার ও সুবিধাবঞ্চিতদের সম্মানে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ১৪টি গরু কোরবানি করা হয়। সকাল থেকে শতাধিক মানুষ গরুর গোশত প্রস্তুত করেন। পরে এসব গোশত ১ হাজার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

গরু জবাইয়ের সময় রামগঞ্জের জুলাই আন্দোলনে নিহত ৬ জন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গরুর মাংস ছাড়াও ঈদের উপহার সামগ্রীতে ছিল আটা, আলু ও সয়াবিন তেল।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, জুলাইয়ে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। তাই তাদের সম্মানে এ আয়োজন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুলাই আন্দোলনে রামগঞ্জের ৬ জন শহীদের সম্মানে ১৪টি গরু কোরবানি করা হয়। এর মধ্যে শহীদদের নামে একটি গরু কোরবানি দেওয়া হয়েছে। এ সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে গরুর গোশতসহ উপহার সামগ্রী ১ হাজার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। 

Read Entire Article