লক্ষ্মীপুরে দোকানীকে কুপিয়ে হত্যা, ঘাতক লাপাত্তা

লক্ষ্মীপুরের রামগঞ্জে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. ইউসুফের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।এর আগে, রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারী বাড়ির মজিবুল হকের ছেলে এবং তিনি চার সন্তানের জনক ছিলেন। অভিযুক্ত মো. ইউসুফ একই গ্রামের মাইঝের বাড়ির এরশাদ মিয়ার ছোট ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে ইউসুফ পলাতক রয়েছেন।রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আমির ফয়সাল জানান, নিহত আনোয়ার হোসেনের বুকে ও পেটে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।ওসি মোহাম্মদ আব্দুল বারী আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাতসকালে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেনদেন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ইউসুফ ব্যবসায়

লক্ষ্মীপুরে দোকানীকে কুপিয়ে হত্যা, ঘাতক লাপাত্তা

লক্ষ্মীপুরের রামগঞ্জে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. ইউসুফের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারী বাড়ির মজিবুল হকের ছেলে এবং তিনি চার সন্তানের জনক ছিলেন। অভিযুক্ত মো. ইউসুফ একই গ্রামের মাইঝের বাড়ির এরশাদ মিয়ার ছোট ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে ইউসুফ পলাতক রয়েছেন।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আমির ফয়সাল জানান, নিহত আনোয়ার হোসেনের বুকে ও পেটে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

ওসি মোহাম্মদ আব্দুল বারী আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাতসকালে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেনদেন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ইউসুফ ব্যবসায়ী আনোয়ারকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে ইউসুফ আত্মগোপনে চলে গেছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। তাকে গ্রেপ্তার করার আগপর্যন্ত হত্যাকাণ্ডের সঠিক ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow