লক্ষ্মীপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

2 months ago 6

লক্ষ্মীপুরে পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার চররমনী ও চররুহিতা গ্রামে এসব ঘটনা ঘটে।

তিন শিশু হলো- চররমনী মোহন ইউনিয়নের চররমণী গ্রামের সাঈদুল খোকনের ছেলে ইয়াছিন আরাফাত (৪), একই এলাকার আব্দুল আসাদের ছেলে মো. আল আমিন (৫) ও চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের মো. সোহগের মেয়ে দেড় বছর বয়সী আলিফা আক্তার।

স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইয়াছিন ও আল আমিন প্রতিবেশী। তারা খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতাল আনার পথে তারা মারা যায়। অপর নিহত আলিফা বাড়ির উঠানে খেলছিল। সবার অগোচরে সে পুকুরে পড়ে ডুবে যায়। পুকুর থেকে আলিফাকে উদ্ধার করে হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তাদের মৃত পেয়েছি। নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।

Read Entire Article