লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

12 hours ago 5

লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (০৭ নভেম্বর) ভোর রাতে উপজেলার আলেকজান্ডার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, রাছেলের মুদি দোকান বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের লাগতে পারে। এতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Read Entire Article