লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

2 weeks ago 16

লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে তানজীম আব্দুল্লাহ (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাসাবাড়ি এলাকায় কালু পাটোয়ারীর বাড়ির সামনে লক্ষ্মীপুরে-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজীম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার দুর্গাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে তানজীম আব্দুল্লাহ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, তানজীম আব্দুল্লাহকে হাসপাতাল আনার আগেই মারা গেছে। তার মরদেহ মর্গে রয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। কেউ আমাদের জানায়নি। খোঁজ নেওয়া হবে।

কাজল কায়েস/এমআইএইচএস

Read Entire Article