লক্ষ্মীপুরে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীকে রাজকীয় বিদায়

1 week ago 14

লক্ষ্মীপুরে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী পুষ্প রাণী দাসকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা শেষে কলেজ প্রতিষ্ঠাতার গাড়িতে করেই কর্মস্থল থেকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে কলেজে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এদিকে পুষ্পকে বিদায় দিতে কলেজের প্রতিষ্ঠাতা হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া ও অধ্যক্ষ কামরুন নাহার পলিন হেলিকপ্টারযোগে ঢাকা থেকে আসেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ বক্তব্য শেষে পুষ্পকে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন তারা। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

লক্ষ্মীপুরে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীকে রাজকীয় বিদায়

এসময় হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুবে আনোয়ার, পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিনুল মোমেনিন মানিক, হামদর্দ কর্মকর্তা মিজানুর রহমান, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের ডেপুটি ম্যানেজার কামরুল হুদা সবুজ, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার পলিন বলেন, কলেজের শুরু থেকেই পুষ্প রাণী চাকরি করে আসছেন। তিনি এখানে ১৫ বছর চাকরি করেছেন। কর্মজীবনে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দায়িত্বের প্রতি অবিচল থেকে সবসময় তিনি প্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেছেন। এজন্য তার বিদায়বেলা আনন্দময় করতে চেষ্টা করেছি।

পুষ্প রাণী দাস ২০১০ সালে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন। স্থানীয় দত্তপাড়া গ্রামে তার বাড়ি।

কাজল কায়েস/আরএইচ/এমএস

Read Entire Article