লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদে (ইউপি) অনুপস্থিত থাকায় ১১ চেয়ারম্যানের স্থলে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৭টি ও কমলনগর উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, অপসারণ হওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় জনসেবাসহ সাধারণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদগুলোকে সচল এবং জনসেবাসহ সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার জন্য সরকারি কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হলো।
সদরের ৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন চররুহিতা ইউনিয়ন পরিষদের হুমায়ুন কবীর পাটওয়ারী, বাঙ্গাখাঁরার মিজানুর রহমান ভূঁইয়া, লাহারকান্দির আশরাফুল আলম, দিঘলীর সালাহ উদ্দিন চৌধুরী জাবেদ, চরশাহীর জাহাঙ্গীর আলম, চররমনী মোহনের আবু ইউছুফ ছৈয়াল ও মান্দারীর সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী। তারা ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৪ শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলার আসামি।
ইউনিয়নগুলোতে নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারা হলেন- মান্দারী ও চররুহিতা ইউনিয়নে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দিন, বাঙ্গাখাঁতে সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. নুরনবী, চরশাহীতে সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, দিঘলীতে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুল আলম চৌধুরী, লাহারকান্দিতে সদর উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান ও চররমনী মোহনে সদর পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক পলাশ চক্রবর্তী।
এদিকে কমলনগরে ৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, পাটারীর হাটের নুরুল আমিন রাজু, সাহেবের হাটের আবুল খায়ের ও চরমার্টিনের ইউছুফ আলী মিয়া।
এসব ইউনিয়নে নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারা হলেন হাজির হাট ইউনিয়নে কমলনগর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, পাটারির হাটে কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য সাহা, সাহেবের হাটে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ও চরমার্টিনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোহসিন।
সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অভি দাশ ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
অপসারিত চেয়ারম্যানরা ৫ আগস্টে সরকার পতনের পর থেকে আত্মগোপনে। তারা ইউনিয়ন পরিষদেও অনুপস্থিত।
কাজল কায়েস/জেডএইচ/জেআইএম