আগামী ২৪ ঘণ্টায় দেশের স্থলভাগে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (২৬ জুন) বিকেলে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, উপকূলীয় অঞ্চল ছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টি কম হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি সাগরে হবে না, স্থলভাগে হতে পারে। তবে দেশের কোন স্থানে হবে, সেটা বলার সময় এখনো আসেনি।
তিনি বলেন, এর প্রভাবে গত কয়েকদিনের চেয়ে বৃষ্টিপাত বাড়বে। আগামী ৩ জুলাই আরেকটি লঘুচাপ সৃষ্টি হবে। এই মাসের চেয়ে আগামী মাসে বৃষ্টিপাত বেশি হতে পারে।
এর আগে আজ বুধবার সকালে আবহাওয়া অফিস জানায়, দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার বা পরদিন শুক্রবার থেকে বৃষ্টিপাত বাড়বে।
গতকাল মঙ্গলবার দেশে সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।
আরএএস/কেএসআর/জেআইএম