লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

12 hours ago 8
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫–এর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়া করে ১৫ ওভারের আগেই শ্রীলঙ্কা ৬ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নিল। প্রথমে ব্যাট করে ভয়াবহ অবস্থায় পড়ে বাংলাদেশ। শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন শূন্য রানে ফিরলে দল পড়ে যায় চাপে। টপ অর্ডারের ব্যর্থতায় ১০ ওভারের মধ্যেই ৫৩ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। অধিনায়ক লিটন দাস (২৮) কিছুটা প্রতিরোধ গড়লেও তিনিও সাজঘরে ফেরেন হাসারাঙ্গার বলে। এরপর জাকের আলী (৪১*) আর শামীম হোসেন (৪২*) ষষ্ঠ উইকেটে ৮৬ রানের জুটি গড়ে কোনোভাবে দলকে টেনে নিয়ে যান লড়াই করার মতো অবস্থানে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান। তবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের সামনে সেটি প্রমাণিত হয় একেবারেই অপ্রতুল। ওপেনার পাথুম নিসাঙ্কা ৩৪ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। তার সঙ্গে কামিল মিশারা ৮৫ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে এগিয়ে নেন। নিসাঙ্কা ফেরার পরও মিশারা অপরাজিত ৪৬ রানে দলকে সহজ জয়ের বন্দরে পৌঁছে দেন। বাংলাদেশের হয়ে শেখ মেহেদী হাসান ২টি উইকেট নেন, মোস্তাফিজ ও তানজিম একটি করে শিকার করেন। তবে শুরুর সেই ভয়াবহ ব্যাটিং ধস আর কাটিয়ে উঠতে পারেনি টাইগাররা। এই হারে গ্রুপ পর্বে বাংলাদেশের পথ আরও কঠিন হয়ে গেল, আর শ্রীলঙ্কা দাপুটে জয় দিয়ে তাদের এশিয়া কাপ অভিযাত্রা শুরু করল।
Read Entire Article