লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না: শিবির সভাপতি

2 months ago 8

আমাদের স্বামী, সন্তান, ভাইদের রক্তের ওপর আপনারা রাজনীতি করছেন, ক্ষমতার স্বপ্ন দেখছেন। সভা-সমাবেশ করছেন, মিছিল করছেন, জনসংযোগ করছেন। অথচ এখনো জুলাই ঘোষণাপত্র হয় না কেন? শহীদের রক্তের কি কোনো মূল্য নেই আপনাদের কাছে? এমনই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন রংপুরের ১০টি শহীদ পরিবারের সদস্যরা।

শুক্রবার (৪ জুলাই) রংপুরে এক সাক্ষাৎকালে তারা এসব প্রশ্ন ছুঁড়ে দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের দিকে। এ দিনের অনুভূতির কথা নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ করেছেন ছাত্রশিবির সভাপতি। সেখানে তিনি লিখেছেন, আজ রংপুরে ১০টি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তাদের অধিকাংশের মুখেই একটি প্রশ্ন- জুলাই ঘোষণাপত্র কবে হবে? আমি লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না।

শহীদ পরিবারের দাবি তুলে ধরে জাহিদুল ইসলাম বলেন, তারা বলছেন, শহীদের রক্তের দাম কি শুধুই স্মৃতিচারণ আর দোয়া মাহফিলে সীমাবদ্ধ থাকবে? সামনে নির্বাচন, আর এখন পর্যন্ত ঘোষণাপত্র নেই কেন? তাদের স্পষ্ট ভাষায় প্রশ্ন- কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?

ছাত্রশিবির সভাপতি এই প্রসঙ্গে বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত দুজন নেতার নিকট শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানতে চাই- ঘোষণাপত্রের বিষয়ে আপনারা নীরব কেন?

তিনি আরও বলেন, আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের এই প্রশ্নের জবাব দেওয়া হবে। অন্যথায় শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আপনাদের অফিসে গিয়ে জবাব নেওয়া হবে, ইনশাআল্লাহ।

এএএম/এসএএইচ

Read Entire Article