লঞ্চে হঠাৎ অসুস্থ শিশু, ছুটে এলো কোস্টগার্ড

নারায়ণগঞ্জে একটি লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক শিশুকে তাৎক্ষণিক জরুরি চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (২৪ জানুয়ারি) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শুক্রবার ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে করে যাত্রা করছিলেন এক নারী ও তার সন্তান। উন্নত চিকিৎসার আশায় ঢাকায় যাচ্ছিলেন তারা। বিকেল ৩টার দিকে লঞ্চটি চাঁদপুরের মতলব উত্তর থানাধীন একলাছপুর এলাকার কাছাকাছি পৌঁছলে শিশুটির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরিস্থিতি দ্রুত সংকটজনক হয়ে উঠলে লঞ্চে থাকা এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম হাইস্পিড বোটে করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মেডিকেল টিম লঞ্চে উঠেই শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে হাইস্পিড বোটে করে তাকে সদরঘাটে নিয়ে আসে। সদরঘাটে পৌঁছানোর পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নিকটবর্তী সুমনা হাসপাতালে ভর্তি করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জনসাধারণের নিরাপত্তা ও মানবিক সেবায় বাংলাদেশ কোস্টগার্ড সবসময় প্

লঞ্চে হঠাৎ অসুস্থ শিশু, ছুটে এলো কোস্টগার্ড
নারায়ণগঞ্জে একটি লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক শিশুকে তাৎক্ষণিক জরুরি চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (২৪ জানুয়ারি) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শুক্রবার ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে করে যাত্রা করছিলেন এক নারী ও তার সন্তান। উন্নত চিকিৎসার আশায় ঢাকায় যাচ্ছিলেন তারা। বিকেল ৩টার দিকে লঞ্চটি চাঁদপুরের মতলব উত্তর থানাধীন একলাছপুর এলাকার কাছাকাছি পৌঁছলে শিশুটির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরিস্থিতি দ্রুত সংকটজনক হয়ে উঠলে লঞ্চে থাকা এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম হাইস্পিড বোটে করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মেডিকেল টিম লঞ্চে উঠেই শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে হাইস্পিড বোটে করে তাকে সদরঘাটে নিয়ে আসে। সদরঘাটে পৌঁছানোর পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নিকটবর্তী সুমনা হাসপাতালে ভর্তি করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জনসাধারণের নিরাপত্তা ও মানবিক সেবায় বাংলাদেশ কোস্টগার্ড সবসময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow