ফাইনালে ওঠার ম্যাচে মাঠে নামার আগে পিএসজি বস এনরিক বলেছিলেন, তাদের কেউ হারাতে পারবে না। অন্যদিকে আর্সেনাল বস মিকেল আতের্তা বলেছিলেন, জীবন দিয়ে লড়বেন তারা। ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে লড়েছে ডিকলান রাইস-সাকারা। তবে পিএসজির শেষ স্তম্ভগিয়ানলুইজি ডোনারুম্মার হাতে বারবার আটকে গিয়েছে গানার্সরা। শেষ বাঁশি বাসার পর আবেগে ভাসল গোটা প্যারিস। অন্যদিকে স্বাগতিকদের কাছে হেরে হতাশায় ডুবল উত্তর লন্ডনের দল... বিস্তারিত